ইন্ডিয়ান এডুকেশান এক্সপো –  ২০১৭

রাজধানীতে শুরু হচ্ছে ইন্ডিয়ান এডুকেশান এক্সপো আগামী ২৪শে ফেব্রুয়ারী  মিরপুর মেন্টরস্ কার্য্যালয়ে দিনব্যাপী এই শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। মেলার আয়োজন করছে ইন্ডিয়া এডুকেটস।

এই মেলায় ভারতের ৭টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এবং ৩টি ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল অংশগ্রহন করছে। এই আয়োজনে আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও স্কুলের প্রতিনিধিদের সাথে ভর্তি সংক্রান্ত তথ্য, স্কলারশিপ এবং যাবতীয় বিষয় নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পাবে। এই আয়োজনে অংশগ্রহন করছে

  • কে আই আই  টি বিশ্ববিদ্যালয়,
  • মানাভ রাচনা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • জৈন ইউনিভার্সিটি
  • সিম্বায়ওসিস ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সাইন্সেস
  • ইন্টেগ্রাল বিশ্ববিদ্যালয়
  • আম্রিতসার কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
  • রাথিনাম গ্রুপ অব ইন্সটিটিউশান্স
  • দ্যা ক্যাথেড্রাল বিদ্যা স্কুল
  • হিমালায়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল এবং
  • মুসৌরি ইন্টারন্যাশনাল স্কুল.

ঢাকায় এই মেলা উদ্বোধন করবেন ইন্ডিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি (শিক্ষা) জিষ্ণু প্রসন্ন মুখার্জী।

ঢাকার পর এই মেলা ২৫শে ফেব্রুয়ারী নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ ক্লাব এবং ২৭শে ফেব্রুয়ারী চট্টগ্রামের চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হবে। আগ্রহী শিক্ষার্থীদের জন্য মেলায় প্রবেশ ফি ফ্রী। এই শিক্ষামেলা ইন্ডিয়ান হাইকমিশন দ্বারা স্বীকৃত এবং এর তত্ত্বাবধানে রয়েছে মেন্টরস এডুকেশান।